Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে জাল বিনষ্ট ও জরিমানা আদায়

এখন সময়: শুক্রবার, ২৮ মার্চ , ২০২৫, ০৪:৩৮:০৭ এম

বিএম আলাউদ্দীন, আশাশুনি : আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে নেট ও বেহন্দি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও একজনকে জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলার খোলপেটুয়া নদীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশন বাস্তবায়ন উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নদী হতে অবৈধ একটি বেহন্দি জাল, ১৫ নেট জাল আটক করা হয় এবং বিশ্ব নাথ সরকার নামে এক জাল ব্যবহারকারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বিশ্বনাথ সরকার উপজেলার মাড়িয়ালা গ্রামের চারু চন্দ্র সরকারের ছেলে। পরে মানিকখালীতে পুরাতন ফেরি ঘাটের কাছে প্রকাশ্যে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন। মোবাইল কোর্ট পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)