Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে ভাস্কর্য শিল্পী ঝিনুর গ্যালারির শিল্পকর্ম পুড়ে ছাই

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ১১:৩৪:১০ এম

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুরে ভাস্কর্য শিল্পী কাজী মনিরুল ইসলাম ঝিনুর শিল্প কর্মের গ্যালারিটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার গভীর রাতে শহরের সলেমানপুরের নিজ বাড়িতে গড়ে তোলা গ্যালারিতে এ আগুনের ঘটনা ঘটে। আগুনে দুটি কক্ষের আসবাবপত্রসহ গ্যালারির শিল্পকর্ম ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শিল্পী ঝিনু জানান, দীর্ঘ এক দশক ধরে আমি শখের বশত কাঠ খোদাই করে ভাস্কর্য তৈরি করছি। আমার শিল্পী জীবনের সাধনার সবকিছুই সাজানো ছিল গ্যালারিতে। তিনি বলেন, আমার গ্যালারিতে ছিল মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য, শিশুতোষ ভাস্কর্য, প্রকৃতি, কৃষি, ঘর গৃহস্থালির চিত্র সংম্বলিত ভাস্কর্য, উড়ন্ত বলাকা, নৌকায় চড়ে ভিন দেশি নাগরিকের একাগ্রচিত্তে মাঝির গান শোনা, খেজুরের রস নিয়ে গাছির এগিয়ে যাওয়াসহ অসংখ্য ভাস্কর্য ছিল আমার গ্যালারিতে। এখন আমার শিল্পকর্মের কোনকিছুই আর অবশিষ্ট নেই। তিনি জানান, শিঘ্রই ঢাকার একটি প্রদর্শনীতে আমার ভাস্কর্য প্রদর্শিত হওয়ার কথা ছিল। এ শিল্পীর তৈরি ভাস্কর্য নিয়ে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন ও দৈনিক পত্রিকায় বহুবার প্রতিবেদন প্রকাশিত হয়। ঘটনার রাতে শিল্পী মনিরুল ইসলাম বাড়িতে ছিলেন না। তার পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময় কে বা কারা শিল্পীর দীর্ঘদিনের স্বপ্নের ভাস্কর্য গ্যালারিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে থানার ডিউটি অফিসার এসআই শহিদুল ইসলাম বলেন, থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)