কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্রীজঘাট এলাকায় এক রাতে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে একটি মুদি, পোল্ট্রি ফিড, টাইলস ও ইলেকট্রনিক্সের দোকান। ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা কাটার দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের চালের টিন কেটে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায়। চোরেরা সেলিমের মুদি দোকান থেকে নগদ টাকার পাশাপাশি দামী মশলা ও সিগারেট চুরি করে। ব্যবসায়ীদের নিয়োগ দেয়া নৈশ প্রহরীর পাহারা ও পুলিশ টহল থাকার পরও কিভাবে চুরির ঘটনা ঘটল তা নিয়ে ব্যবসায়ীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার এসআই শরিফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, চুরির বিষয়টি তাদের জানা নেই। এমনকি থানায় কোন অভিযোগও আসেনি।