Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পুলিশ পরিচয়ে তুলে নিয়ে কোটচাঁদপুরে হাত-পা’র রগ কেটে হত্যা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ১২:৩৫:৪৬ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : মঙ্গলবার দিবাগত রাতে কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রাম থেকে পুলিশ পরিচয়ে কওছার আলী (৫২) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। নিহতের পারিবারিক সূত্র জানায়, রাত সাড়ে বারোটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা পুলিশ পরিচয়ে ঘরের দরজা খুলতে বাধ্য করে। এ সময় কওছার আলী ঘর থেকে বেরিয়ে আসলে বাড়ি ঘিরে রাখা অস্ত্রধারী দুর্বৃত্তরা জোরপূর্বক তার চোখ ও হাত বেঁধে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। এরপর অস্ত্রধারীরা তাকে গ্রামের পাশ্ববর্তী রেললাইনের রাস্তার পাশে নিয়ে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুতর জখম করে। দুর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে দু’হাত ও পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে গুড়পাড়া ফাঁড়ির এএসআই ইমরানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত কওছার আলী চাঁদপাড়া গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে। তিনি এক সময় পুলিশ ও র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। মাস খানেক আগে তিনি বাড়িতে ফিরে আসেন। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুবর জানান, ২০১৪ সালে ক্রসফায়ারে নিহত জামায়াত নেতা হত্যাকাণ্ডে সম্প্রতি দায়ের হওয়া মামলার তিনি আসামী। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। পুলিশ লাশ পোস্ট মোর্টেমের জন্য মর্গে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)