Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে কাঠ প্রক্রিয়াকরণ চেম্বার বিস্ফোরণে দুইজন নিহত

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ১১:০০:১৩ এম

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মঙ্গলবার সন্ধ্যায় কোটচাঁদপুর শহরের ড্যাফোডিল প্রি-ক্যাডেট স্কুলের পাশে কাঠ প্রক্রিয়াকরণ চেম্বার  বিস্ফোরণে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন। আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে কোটচাঁদপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে মিজানুর রহমানের কাঠ প্রক্রিয়াকরণ চেম্বারে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এ সময় কাঠ শ্রমিকরা প্রক্রিয়াকরণ চেম্বার থেকে প্রায় ৪০ ফুট দূরে একটি মেশিনে কাঠের কাজ করছিলেন। এ সময় কাঠ প্রক্রিয়াকরণ চেম্বার বিস্ফোরণের ঘটনা ঘটলে ঘটনাস্থলে উপজেলার সিঙ্গিয়া গ্রামের মৃত: বদ্দিনাথের ছেলে রামচন্দ্র (৬৫) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিল্টন (২৯) নিহত হন। বিস্ফোরণের ঘটনায় মিল্টনের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত রামের দু’হাত ছিন্ন বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আহত আলমগীর হোসেনকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাফসান রহমান জানান, আহত আলমগীরের অবস্থা খুবই সংকটাপন্ন। তার ডান পাশের মাথা থেকে পা পর্যন্ত অংশে গুরুতর জখম হয়েছে। চেম্বারে অতিরিক্ত পরিমাণ বাতাস ভর্তির কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)