Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা

এখন সময়: শনিবার, ১৮ জানুয়ারি , ২০২৫, ০৮:৩৪:১৫ পিএম

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা উপলক্ষে শনিবার (১১ জানুয়ারি ) সকাল ১১ টায় চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল আহমেদ।
এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিশনার (ভুমি) তাসনিম জাহান, থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন।
অন্যান্যের মধ্য বক্তৃতা করেন প্রধান শিক্ষক মহব্বত হোসেন, গোলাম মোস্তফা, আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আজম আশরাফুল প্রমুখ।
অবসরজনিত কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামানকে অনুষ্ঠানে শিক্ষক সমিতি ও শিক্ষক নেতারা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা জানান।
এই বিদায়ী কর্মকর্তা ১৯৯৪ সালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় কর্মজীবন শুরু করে চৌগাছা উপজেলার শিক্ষা কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শেষ করেন।
অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে একই মঞ্চে চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)