Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটের সেমিফাইনাল থেকে যশোরের বিদায়

এখন সময়: শনিবার, ১৮ জানুয়ারি , ২০২৫, ০৭:০৫:১০ পিএম

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটের খুলনা বিভাগীয় প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নিলো যশোর জেলা দল। এর আগে মাগুরা ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছিলো যশোরের কিশোররা। সেই সুবাদে খুলনা বিভাগীয় পর্যায়ে চুয়াডাঙ্গা ভেন্যুতে সেমিফাইনালে খেলার সুযোগ পায়। সুযোগ পেয়েও স্বপ্নের ফাইনালে ওঠা হল না তাদের। সাতক্ষীরা জেলার কিশোরদের কাছে ৩৯ রানে হেরে আশাভঙ্গ মন নিয়েই ফিরতে হলো নিজ জেলায়। মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ রানের দলগত ইনিংস গড়ে সাতক্ষীরার জেলা দল। জবাবে ৪৬ ওভার দুই বলে ১৭৬ রানে গুটিয়ে যায় যশোর। ফলে সাতক্ষীরা জয় পায় ৩৯ রানে। এ ম্যাচে অনবদ্য ইনিংস খেলেছেন সাতক্ষীরার অভিশেখর বিশ্বাস। এ ব্যাটসম্যান ১৬০ বলে ২০টি চার ও একটি ছয়ে একাই করেন ১৪১ রান। সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন একই দলের সাবিত সুহেল। তিনি রান দিয়েছেন ৩৭টি। সাতক্ষীরার ব্যাটিং ইনিংসে অন্যান্য ব্যাটারদের মধ্যে শাহারিয়ার আহমেদ ৮৬ বলে তিনটি চারে ৩০, পারভেজ হোসেন ৩৯ বলে ২১, প্রনব কুমার তিন বলে শূন্য, আবু ওবায়েদ সাত বলে পাঁচ, নাইমুল ইসলাম পাঁচ বলে পাঁচ ও তালহাবি এক বলে শূণ্য রানে আউট হন। অতিরিক্ত হতে সংগ্রহ ১৩ রান। যশোরের সাবিন ওহী ৩৫ রানে ২ টি, এছাড়া একটি করে উইকেট দখল করেন আফিফ হাসান ও ওয়ালিদ। যশোরের ব্যাটিং ইনিংসে ফাহিম শাহারিয়ার ১১ বলে দুই, আবু বক্কর ১০ বলে একটি চারে পাঁচ, সাবিন ওহী ৬০ বলে ছয়টি চারে ৩৭, আল জান্নাত ৫৬ বলে দু’টি চারে ২৪, ওয়ালিদ ৪০ বলে একটি চারে ২০, আফিফ হাসান ১৯ বলে নয়, ওমর ফারুক ১৯ বলে একটি চারে আট,আরিয়ান রহমান ২৯ বলে দু’টি ছয়ে ২৪, বিধি রঞ্জন ২৫ বলে নয়, সিয়াম হোসেন আট বলে ছয় ও আদিয়ান হোসেন এক বলে শূন্য রানে আউট হন। অতিরিক্ত থেকে আসে ৩২ রান। তাবিত সুহেল ৩১ রানে  ৩ টি, এছাড়া একটি করে উইকেট নিয়েছেন প্রনব কুমার, শেখ জুনায়েদ, ফায়জুল্লাহ আলম, আবু ওবায়েদ, পারভেজ হোসেন ও শেখ সেফায়েত উল্লাহ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)