ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা ক্রীড়া সংস্থার অফিস সহায়ক, ক্রীড়াঙ্গনের অতি পরিচিত মুখ দিলীপ কুমার কর্মকার আর নেই। রোববার রাত সাড়ে ১১টার দিকে বেজপাড়া গয়ারাম সড়কের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিলো ৬৪ বছর। স্ত্রী, তিন কন্যা, নাতী নাতনীসহ অসংখ্য গুণাগ্রাহী রয়েছে তিনি। সোমবার দুপুর দেড়টার দিকে শহরতলীর নীলগঞ্জ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে তার মৃত্যুর খবর শুনে বিভিন্ন ক্রীড়া সংগঠক ও সহকর্মীরা তার বাড়িতে ছুটে যান। দুপুর ১ টার দিকে দিলীপের মরদেহ আনা হয় প্রিয় জেলা ক্রীড়া সংস্থায় (শামস-উল-হুদা স্টেডিয়ামে)। সেখানে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা। শ্রদ্ধা জানান জেলা ক্রীড়া সংস্থা, জেলার ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীবৃন্দ এবং স্কাইল্যাব ক্লাবের কর্মকর্তারা। ১৯৮০ সালে জেলা ক্রীড়া সংস্থায় কর্মচারী হিসেবে কাজে যোগদান করেন দিলীপ কুমার কর্মকার। প্রায় ৪৫ বছর ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অফিস সহায়ক। তা সত্বেও আন্তরিকতা ও কাজের ক্ষেতে ছিলেন অত্যান্ত নিষ্ঠাবান। সে কারণে সবাই তাকে নিয়ে ছিল পঞ্চমূখ। ক্রীড়াঙ্গনে এমন একজনের চলে যাওয়াটাকে অপূরণীয় ক্ষতি বলে মনে করেন ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, মোহাম্মদ শফিকউজ্জামান ও মারুফুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক শহিদ আহমেদ, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, নির্বাহী সদস্য খায়েরুজ্জামান বাবু, সোহেল আল মামুন নিসাদ, এথলেট প্রশিক্ষক নিবাস হালদার প্রমুখ।