Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছা সাহিত্য সমাহারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এখন সময়: শনিবার, ১৮ জানুয়ারি , ২০২৫, ০৭:৩১:২৫ পিএম

 

নিজস্ব প্রতিবেদক, চৌগাছা : যশোরের চৌগাছায় সাহিত্য সমাহারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সাহিত্য আলোচনা ও কবিতা পাঠের আসরে ৪ জন কবি ও গবেষককে সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় তরিকুল ইসলাম পৌর কলেজ মিলনায়তনে এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হয়।

সাহিত্য সমাহারের সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন বিশিষ্ট গবেষক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাবিবুর রহমান (অব.)।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কবি, গবেষক ও প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কবি ও কথা সাহিত্যিক চঞ্চল শাহরিয়ার, মহেশপুর সাহিত্য পরিষদের সহসভাপতি কবি দীপক কুমার সাহা।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন চৌগাছা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ কবি জাহিদুর রহমান বকুল, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, যশোর আব্দুর রাজ্জাক কলেজের সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, কবি আব্দুল জলিল, সাবেক ব্যাংক কর্মকর্তা আলী বক্স, সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা আবু রাসেল প্রমুখ।

এ সময় প্রেসক্লাব চৌগাছার আহবায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টু, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, কবি জাহিদ আক্কাস, কবি খলিলুর রহমান জুয়েল, মাতৃভাষা গণগ্রন্থাগারের সভাপতি এম কে টুটুলসহ কবি ও লেখকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে সাহিত্য সমাহারের পক্ষ থেকে ড. হাবিবুর রহমান, বেনজীন খান, চঞ্চল শাহরিয়ার ও দীপক কুমার সাহাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জুম্মার নামাজ ও দুপুরের বিরতি শেষে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। আসরে উপজেলাসহ মহেশপুর ও কোটচাদপুর থেকে আগত কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)