Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে তিনদিনের নাট্য উৎসব শুরু, শয়তানে মুগ্ধ দর্শক

এখন সময়: শনিবার, ১৮ জানুয়ারি , ২০২৫, ০৭:১০:১৪ পিএম

 

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শব্দ থিয়েটার আয়োজনে তিন দিনের নাট্য উৎসবের  প্রথম দিন বুধবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে নাটক  ‘শয়তান’।

কথা সাহিত্যিক নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা  হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে  এই উৎসব।  কাহলিল জিবরানের কাহিনী অবলম্বনে মাসউদ জামানের  নাট্যরূপ ও নির্দেশনা এই নাটক উপভোগ করেছে মিলনায়তনপূর্ণ দর্শক। নাটকে  বিশ্ব বিখ্যাত লেবানিজ লেখক কাহলিল জিবরান সমাজে প্রতিষ্ঠিত ভাল মন্দের দ্বৈতসত্তারূপী মানবের আপন চিন্তার প্রতিফলনকে তার “স্যাটান” গল্পে হাজির করেছেন।

শয়তান নাটকের নাট্য ভাবনায় স্যাটান গল্পের চিত্র কল্প অঙ্কিত করার চেষ্টা ছিল। মানব সভ্যতায় প্রচলিত ধ্যান ধারণার মোড়কে বহমান শয়তান আমাদের অন্তর্জগতে নতুন ভাবনার দ্বার উন্মোচন করবে।  শুরুতে  শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের নাট্যজন মহিউদ্দিন লালু এবং  নাটক মঞ্চায়ন শেষে অভিব্যক্তি ব্যক্ত করেন  জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফাদার চরিত্রে অরুণ মজুমদার, শয়তান চরিত্র  মাসউদ জামান, লাউইস চরিত্রে ইব্রাহিম খলিল, গোত্রপতি চরিত্রে  সোহেল রানা, গ্রাম প্রধান চরিত্রে পিয়াস মন্ডল, গোরিলা চরিত্র  সাইদুর রহমান, শিশু শিল্পী অধরা, আয়ান এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন  আলমগীর হোসেন, সুমাইয়া মেহজাবিন, ইফতেখার তাসিন, হাসিবুর রহমান ও তানভীর হাসান রামিম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)