Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রামপালে ইউপি চেয়ারম্যান নাসির সাময়িক বরখাস্ত

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৩:২৭:২৮ পিএম

 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব পলি কর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. রামপাল সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে এডিপি’র অর্থ আত্মসাত, পরিষদের কার্যক্রমে সদস্যদের বিরত রাখা, বাজেট পরিচালনার ক্ষেত্রে সভা আহবান না করা, ইউনিয়ন পরিষদের মাসিক সভা আহবান না করা, গ্রাম পুলিশের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা, ইউনিয়ন পরিষদের প্রকল্প সদস্যদের সম্মতি গ্রহণ না করা, সেলাই মেশিন, বাইসাইকেল, স্কুলব্যাগসহ অন্যান্য জিনিসপত্র গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ না করা, এলজিএসপি’র বরাদ্দকৃত অর্থে গৃহিত প্রকল্প সদস্যদের অবহিত না করার অভিযোগের সত্যতা তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য নাসির উদ্দীন হাওলাদার বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।  

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)