আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দুইদিনে দুই ব্যাচের ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এ সমাপনী সভার আয়োজন করা হয়।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির সার্বিক সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম ইনামুল ইসলামের সভাপতিত্বে সভায় গেইন কনসালটেন নিহার রঞ্জন পরামান্য ও কৃষিবিদ ড. মনির উদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুজ্জামান, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আশিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, দিপঙ্কর সরকার দিপ, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বুধহাটা, দরগাহপুর, কাদাকাটি, প্রতাপনগর, শ্রীউলা ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।