নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিযান চালিয়ে ২৫ লাখ ২৩ হাজার ৫০ টাকার মদ, গাঁজা, ফেনসিডিল ও ভারতীয় মালামাল উদ্ধার করেছে। মঙ্গলবার বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি, পাঁচপীরতলা ও ধান্যখোলা বিওপ’র সীমান্ত এলাকায় আলাদা অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় এ সব ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।
বিজিবির প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল নাভারন এলাকায় তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রি আটক করা হয়। যার দাম ২ লাখ ৯৩ হাজার ১৫০ টাকা।
আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল চেকপোস্টের সামনে বাস তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন প্রকার পোশাক ও কসমেটিক্স সামগ্রী আটক করে। যার দাম ১ লাখ ৩২ হাজার ৬শ’ টাকা।
আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল বেনাপোল নতুন পৌর বাস টার্মিনাল এলাকায় ইজিবাইক তল্লাশি করে ভারত থেকে চোরাই পথে আনা ভারতীয় লেডিস শাল চাদর উদ্ধার করে। যার দাম ২ লাখ ৪ হাজার টাকা।
বেনাপোল বিওপির বিশেষ আভিযানিকদল বেনাপোলের মেইন রাস্তার উপর থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পোশাক এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে। যার দাম ২ লাখ ২৪ হাজার ১শ’ টাকা।
বেনাপোল আইসিপির বিশেষ আভিযানিকদল মেইন পিলার ১৮/৮-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আগত পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় কম্বল, ওষুধ ও কসমেটিক্স আটক করে। যার দাম ১৩ লাখ ৩শ’ টাকা।
আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল নভারণের সাতক্ষীরা মোড় এলাকা হতে যশোরগামী লোকাল বাস তল্লাশী করে ভারতীয় ১৭৭ টারজেন তালা ও কসমেটিক্স আটক করে। যার দাম ২ লাখ ২৩ হাজার ৬শ’ টাকা। পাঁচপীরতলা বিওপির বিশেষ আভিযানিকদল মেইন পিলার ৪৬/৬-এস থেকে আনুমানিক ৭শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুলিয়া গ্রামের মাঠের মধ্য থেকে ভারতীয় ৮২ বোতল ফেনসিডিল আটক করে। যার দাম ৩২ হাজার ৮শ’ টাকা। ধান্যখোলা বিওপির বিশেষ আভিযানিকদল মেইন পিলার ২৫/৩-এস থেকে আনুমানিক ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধান্যখোলা গ্রামের মাঠের মধ্য থেকে ভারতীয় ২৮ কেজি গাঁজা, ৩ বোতল বিদেশী মদ ও ২ বোতল কফ সিরাপ আটক করা হয়। যার দাম ১ লাখ ৩ হাজার ৩শ’ টাকা।
পাঁচপীরতলা বিওপির বিশেষ আভিযানিকদল মেইন পিলার ৪৬/৪-এস থেকে আনুমানিক ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচপীরতলা গ্রামের মাঠের মধ্য থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার দাম ৯ হাজার ২শ’ টাকা।
উদ্ধারকৃত ভারতীয় মালামাল বেনাপোল কাস্টমসে জমা ও মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।