তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে তালা থানা পুলিশ তাকে আটক করে। আবুল কালাম আজাদ তালা উপজেলার শিরাশুনী গ্রামের মৃত সৈয়দ আলী মোড়লের ছেলে।
তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল কালাম আজাদ নিয়মিত মামলার আসামি। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।