Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরের পথে পথে সভা

৫ আগস্টের পর জামায়াত-শিবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি : আমীর ডা. শফিকুর

এখন সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৫:৪৯:০৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবে আমাদের কোনো কৃতিত্ব নেই। সমস্ত কর্তৃত্ব সৃষ্টিকর্তার। এই জন্য এই বিপ্লব, এই বিজয়ের পর আমরা কোনো উল্লাস করেনি। আমরা দেশবাসী, সহকর্মীকে বিশেষভাবে অনুরাধ করেছিলাম, আপনারা সৃষ্টিকর্তার জন্য সেজদাতে পড়ুন, চোখের পানি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই কারণে ৫ আগস্টের পর দেশের কোনো প্রান্তে জামায়াত শিবিরের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠেনি।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু বয়স্করা যুদ্ধ করেনি। সবাই মিলে যুদ্ধ করেছে। কোলের শিশু, ৮০ বছরের বৃদ্ধও শাহাদৎবরণ করেছে। একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্যের কোন ফাঁক দিয়ে যেন কেউ ঢুকে ঐক্য বিনষ্ট করতে না পারে। এই জন্য ছাত্রজনতাসহ সকল জনগণকে সজাগ থাকতে হবে।
শুক্রবার রাতে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে পথসভায় তিনি এই মন্তব্য করেন।
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘পতিত সরকারের আমলে সবচেয়ে মজলুম দল ছিলো জামায়াতে ইসলামী। বিপ্লবের পরেও আমরা উল্লাসে ফেটে পড়েনি। সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছিলাম। দলের সর্বস্তরের নেতাকর্মী নির্দেশনা মেনে চলেছেন। দেশের কোন প্রান্তের কোন নেতাকর্মীর বিরুদ্ধে আজও কোনো অভিযোগ আসেনি।
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, যারা আমাদের উপর ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিলেন। এক নাগাড়ে সাড়ে ১৫ বছর তাণ্ডব চালিয়েছিলেন। যারা মানুষকে খুন, গুম লুন্ঠন করেছিলেন, যারা মানুষের ইজ্জত লুন্ঠন করেছেন, যারা বাংলাদেশের সম্পদ লুন্ঠন করে বিদেশের পাঠিয়ে প্রসাদ তৈরি করেছেন; তাদেরকে আমরা ক্ষমা করবো না। তাদের প্রত্যেকের অপরাধের বিচার করতে হবে। তবে দল হিসেবে জামায়াতে ইসলামী সবচেয়ে মজলুম দল। এই দলের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে।
যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন যশোর এমএম কলেজের সাবেক ভিপি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, অ্যাডভোকেট গাজী এনামুল হক, মাওলানা আবু জাফর, গোলাম কুদ্দুস, মাওলানা আশরাফ আলী আব্দুল হক, মাওলনা ইসামাইল হোসেন, আবু ফয়সাল প্রমুখ। পথসভা পরিচালনা করেন নূর-ই-আলী আল মামুন।
বক্তব্য শেষে স¤প্রতি যশোর শহরের খোলাডাঙ্গা বাজারে স্থানীয় সন্ত্রাসীদের হাতে নিহত জামায়াত কর্মী আমিরুল ইসলাম সজলের সন্তানকে বুকে টেনে নেন ডাক্তার শফিকুর রহমান। এরপর সন্ধ্যায় দলীয় কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরার উদ্দেশ্যে তিনি রওনা দেন।
ঝিকরগাছা প্রতিনিধি জানান, জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সন্ধ্যায় ঝিকরগাছা শহরের কপোতাক্ষ ব্রীজ সংলগ্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক হারুন অর রশীদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আব্দুল আলিম, সাবেক এমপি মকবুল হুসাইন, ঝিকরগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ, ঝিকরগাছা উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহাবুবুর রহমান, শেখ আব্দুর রকিম, চৌগাছা উপজেলা সেক্রেটারী রহিদুল ইসলাম খান। এসময় বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী কামাল আহম্মেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাহবুবু উল আলম মন্টু, মুফতি মাওলানা সাইফুল্লাহ, মাওলান সাইফুল ইসলাম, আনারুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল হামিদ, আব্দুল খালেক, জিয়াউল হক, অ্যাড. আবিদুর রহমান, কবির বিন সামাদ, অ্যাড. হাবিব কায়সারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)