নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের ফতেপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শুক্রবার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামিদপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আযাদ।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার জামায়াত ও শিবিরকে নিশ্চিহ্ন করে দেয়ার বহু ষড়যন্ত্র করেছে। জুলাই বিপ্লব চলাকালে ফ্যাসিবাদী সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করেছিল ক্ষমতায় টিকে থাকতে। ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিবাদী সরকার দেশ ছাড়া হয়েছে। নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ। এখন দেশ বিরোধী নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। জামায়াত কর্মীদের তিনি সতর্ক থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানিয়েছে।
ফতেপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, যশোর এমএম কলেজের সাবেক ভিপি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, যশোরের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, সদর দক্ষিণ আমীর অধ্যাপক আশরাফ আলী, সেক্রেটারি মাওলানা জহিরউদ্দিন, মাওলানা মঈনদ্দিন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন আইন বিষয়ক সম্পাদক মাওলানা তৌফিকুর রহমান। রাতে তরঙ্গ শিল্পী গোষ্ঠির পরিবেশনার মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।