Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

উপশহর মার্কাজ মসজিদে আমবয়ানে ইজতেমা শুরু, জুম্মার নামাজে মুসল্লীদের ঢল

এখন সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৬:৩৫:৫৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর উপশহর মার্কাজ মসজিদে শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনের জেলা ইজতেমা। জুম্মার নামাজে ঢল নামে মুসল্লীদের। তাবলীগ জামায়াতের দিল্লি নিজাম উদ্দীন মার্কাজ মসজিদের আমির হযরত মাওলানা সাদের অনুসারীদের উদ্যোগে উপশহর মার্কাজ মসজিদ মাঠে ইজতেমার আয়োজন করা হয়। রোববার সকালে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে। প্রথমদিন ইজতেমায় প্রায় ৩০ হাজার মুসল্লী উপস্থিত ছিলেন বলে জানান সংশ্লিষ্টরা।
এদিন ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু করা হয়। ইজতেমার সাথী উজির হোসেন জানান, আমবায়ন করেন কাকরাইল মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ। জুম্মার নামাজ পড়ান উপশহর মার্কাজ মসজিদের ইমাম মাওলানা শফি যশোরী।
ফজরের নামাজের পর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা ইজতেমায় আসতে শুরু করে। জুম্মার নামাজ শুরু হওয়ার আগে ইজতেমাস্থল মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। সেই সাথে মরক্কো, ইন্দোনেশিয়া, ভারতের তাবলীগ জামাতের সাথীরা এসেছেন।
ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানান যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। সেই সাথে মসজিদের সামনের রোডে যাতে যানজটের সৃষ্টি না হয় এজন্য ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। ইজতেমায় জুম্মার নামাজ পড়তে আসা মুসল্লীদের সাইকেল, মোটরসাইকেল রাখার ব্যবস্থা করা হয় শিক্ষা বোর্ড অফিসে। সেখানে সাইকেল, মোটরসাইকেল রেখে মুসল্লীরা ইজতেমার মাঠে জুম্মার নামাজ আদায় করেন। ইজতেমায় আগত মুসল্লীদের জন্য নির্মাণ করা হয়েছে ১৫০টি বাথরুম, গোসল ও ঔযুর জন্য ৪০০টি পানির ট্যাপ ও ৭টি ট্যাংকী।
মার্কাজ মসজিদে জুম্মার নামাজ আদায় করেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী আনিসুর রহমান মুকুল, নাসিবের সভাপদি সাকির আলী, উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা, উপশহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান জহির, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আয়ুব হোসেন, জেলা যুবলীগের সদস্য শহিদুল ইসলাম স্বপনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)