Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জিআরও পুলিশের বিরুদ্ধে আইনজীবীদের অভিযোগ

এখন সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৬:০৪:১৯ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর আদালতের সদর জিআরও পুলিশের এসআই খাইরুল ইসলামের বিরুদ্ধে উৎকোচ দাবি এবং উদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ করেছেন কয়েকজন আইনজীবী। বিষয়টি কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিকার পেতে তারা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। আইনজীবী সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু জানিয়েছেন, অভিযোগটি পুলিশ সুপার বরাবর প্রেরণ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, কোতয়ালি জিআরও এসআই খাইরুল ইসলাম সাম্প্রতিক সময়ে বিভিন্ন আইনজীবীর সাথে চরম দুর্ব্যবহার করে আসছেন। আইনজীবী এবং আইনজীবী সহকারীদের (মহুরি) কাছে তিনি বিভিন্ন অঙ্কের টাকার উৎকোচ দাবি করে থাকেন। উৎকোচ না দিলে তিনি উদ্ধত্যপূর্ণ আচরণ করেন। যাতে আদালতের পরিবেশ নষ্ট হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে ৫০ আইনজীবী সাক্ষরিত লিখিত একটি অভিযোগ এক সপ্তাহ আগে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেয়া হয়। এ বিষয়ে এসআই খাইরুল ইসলাম সাংবাদিকদের কোনো বক্তব্য দিতে রাজী হননি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)