মোংলা প্রতিনিধি: মোংলা বন্দরের পশুর নদীতে কয়লা ও গ্যাস বোঝাই দুটি কার্গো জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাশে থাকা অপর একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলার ডুবিতে একজন নিখোঁজ রয়েছে।
জানাগেছে মোংলার পশুর চ্যানেলের করমজল নামক স্থানে এ সংঘর্ষের ঘটনায় এমবি মিজান নামে কয়লা বোঝাই জাহাজটিকে বিপরীত দিক থেকে আসা গ্যাস বোঝাই অপর একটি জাহাজ ধাক্কা দিলে এমবি মিজান নামক জাহাজের সামনের অংশের আংশিক ক্ষতি হলেও পাশে থাকা একটি ট্রলার ডুবে যায়। এতে ৫ জন আরোহী ডুবে গেলে খবর পেয়ে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছে একজন।
নিখোঁজ ব্যক্তি হচ্ছেন লোকমান হোসেন (১৮)। শেষ খবর পাওয়া পর্যন্ত মোংলার করমজলে ‘এমভি মিজান’ ও ‘এমভি স্টার’ নামক দুইটি জাহাজের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ ১ জনের উদ্ধারে অভিযান এখনো অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ।