ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : সোনালী ব্যাংক পিএলসি বাগেরহাটের ফকিরহাট শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান সকালে অনুষ্ঠিত হয়েছে। কার্যালয়টি ফকিরহাট কাঠালতলা নামক স্থান থেকে স্থানান্তর করে মডেল মসজিদের পাশে আনা হয়েছে।
রোববার সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নতুন ব্যাংকিং কার্যালয়ের উদ্বোধন করেন বাগেরহাট সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সোনালী ব্যাংক পিএলসি ফকিরহাট শাখার ব্যবস্থাপক বিশ্বনাথ ভদ্র ।
এসময় উপস্থিত ছিলেন, এজিএম সনৎ কুমার পাল, ফকিরহাট মডেল মসজিদের ইমাম ও খতিব মাহমুদুল জামান কামরুল, বাংলাদেশ কৃষি ব্যাংক ফকিরহাট শাখার ম্যানেজার শেখ মুজিবুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।