ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলায় বিল ডাকাতিয়া রক্ষা কমিটির উদ্যোগে বিলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, কমিটির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, যুগ্ম সচিব নূর ইসলাম গাজী ও এনামুল হোসেন পারভেজ, ফিরোজ মোড়ল, সাংবাদিক শামসুল আলম খোকন, আব্বাস সরদার, সরদার শাহিন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ পানি নিষ্কাষণের ব্যবস্থা গ্রহণের জন্য খাল দখলমুক্ত, আফিলগেট এলাকায় ভৈরব নদের সাথে সংযোগ ও পাম্প স্থাপন এবং মৎস্যচাষি ও কৃষকের ব্যাংক ও এনজিও ঋণের সুদ মওকুফসহ ৬ মাসের কিস্তি স্থগিত রাখার দাবি জানান।