প্রেসবিজ্ঞপ্তি : পথিক সাহিত্য পত্রিকার ২৯ বর্ষ ৩৫তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় শনিবার যশোর সরকারি এম এম কলেজ চত্বরে। কবি গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি এম এ কাসেম অমিয়। বিশেষ অতিথি ছিলেন কবি রকি মাহমুদ, এম এন এস তুর্কি, কাজী নূর, শরিফুল আলম।
পথিক পত্রিকার সম্পাদক কবি শাহরিয়ার সোহেলের সঞ্চালনায় পথিক পত্রিকা সম্পর্কে অনুভ‚তি প্রকাশ ও কবিতা পাঠ করেন কবি রবিউল হাসনাত সজল, রেজাউল করিম রোমেল, শরীফ হোসেন ধীমান, সীমান্ত বসু প্রমুখ।
পথিক এর এ সংখ্যায় যাদের লেখা প্রকাশ পেয়েছে তাদের মধ্যে আছেন কবি শাহনাজ পারভীন, শাকিলা নাছরিন পাপিয়া, রমজান মাহমুদ, মাসুমা মিম, মাহফুজা অনন্যা, জিএম মুছা, আমির হোসেন মিলন, গোলাম মোস্তফা মুন্না, ফরিদুজ্জামান, এম এ কাসেম অমিয়, আহমেদ মাহবুব ফারুক, হোসাইন নজরুল হক, রবিউল হাসনাত সজল, অরুণ বর্মন, রেজা মন্ডল, শরিফুল আলম, এম.এন.এস তুর্কী, কাজী নূর, রকি মাহমুদ, গৌরাঙ্গ মিত্র অর্ণব, নাজমা আক্তার, খাদিজা ইতু, শেখ মিজানুর রহমান মায়া, শফিক শিমু, রেবেকা টপি, ফাতিমা পারভীন, লাবনী খানম, সীমান্ত বসু, শেখ শাদাব সাদিক, শরীফ হোসেন ধীমান, ম. মশিয়ার রহমান, রেজাউল করিম রোমেল, মো. গোলাম মোস্তফা ও শাহরিয়ার সোহেল।