ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার বেলা ১১টায় কমপ্লেক্স অডিটোরিয়ামে মহিলাদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেসমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান।
এ সময় বক্তৃতা করেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মৃন্ময় পাল, ওসি মোহাম্মদ হানিফ, ডা. সাইফুর রহমান, ডা. তানভীর হাসান, ডা. খাদিজা পারভীন, ডা. সীমন্তি সাহা, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সরদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, একাডেমিক সুপারভাইজার ফারজানা আক্তার, প্যানেল চেয়ারম্যান এস এম রাসেল প্রমুখ।
সভায় উপজেলার ৫ হাজার ৯শ’ ৭৯ জন স্কুল মাদরাসাসহ মোট ৬ হাজার ৪শ’ ৬ জন ১০ থেকে ১৪ বছর বয়সী পর্যন্ত কিশোরীদের এইচপিভি টিকা দান কর্মসূচি সফল করার লক্ষ্যে শিক্ষক, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলকে সমাজিক সচেতনতার সৃষ্টিতে ভূমিকা পালনের আহবান জানানো হয়।