Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের দিনব্যাপী লায়ন্স সার্ভিস প্রোগ্রাম

এখন সময়: বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ১০:০৪:৪৮ পিএম

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের চত্বরে লায়ন্স ২০২৪ অক্টোবর সার্ভিস প্রোগ্রাম মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে বিভিন্ন পেশার বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে নাক, কান, গলা, চোখ এবং দাঁতের সেবা প্রদান করা হয়। এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে নেয়া হয় যাতে তারা কোনো প্রকার ব্যয় স্বাপেক্ষ চিকিৎসা সেবা পেতে পারে। অনুষ্ঠানের অংশ হিসেবে পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের উদ্যোগে যুবসমাজের উন্নয়ন ও নেতৃত্বদানের লক্ষ্যে পায়গ্রাম কসবা লিও ক্লাব গঠন করা হয়।

পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আসাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন আবিদ হাবিব, ডিষ্ট্রিক্ট চেয়ারপারসন ও সাবেক লিও জেলা সভাপতি রিয়াসাত ইসলাম, ডিষ্ট্রিক্ট প্রেসিডেন্ট- লিও জেলা লিও আম্মার ইসলাম রাহিল, ডিষ্ট্রিক্ট টেজারার লিও ফাতিমা আলম ঐশী, ডিস্ট্রিক মেম্বারশীপ চেয়ারপারসন লিও আক্তার হোসেন রাজু, ডিস্ট্রিক এন্ড কোর্ডিনেটর লিও ফাহিম রায়হান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাব প্রেসিডেন্ট লিও শারমিন আক্তার কেয়া, গ্রীন ইউনিভার্সিটি লিও ক্লাব টেজারার লিও কায়সারী জাহান কাফা, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ^াস, ক্লাব প্রেসিডেন্ট তসলিম আহম্মেদ, ভাইস প্রেসিডেন্ট ফাতেমাতুজ জোহরা, ক্লাব সেক্রেটারি আজ্বাদ আখলাক তাহা, ট্রেজার মুস্তাকিম গাজী, ঐশি খাতুন, তাওহীদুল ইসলাম, কাজি মাহিয়া, শেখ আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেবাগ্রহণকারী জনগণ উপস্থিত ছিলেন।   

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)