বাঘরাপাড়া প্রতিনিধি ; ভারতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর বক্তব্য দেয়ায় পণ্ডিত রামগিরি ও বিজেপির বিধায়ক নিতীশ রানের বিরুদ্ধে শাস্তির দাবিতে বাঘারপাড়ায় হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকালে উপজেলার চৌরাস্তা মোড় হতে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভ স্থলে এসে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়। এদিনের প্রতিবাদ সমাবেশে বাঘারপাড়া উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মাসুম বিল্লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সহসভাপতি মুফতি মাও: মহিবুল্যাহ হাবিবি, বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও: রফিকুল ইসলাম, মুফতি মাসুদুর রহমান, হাফেজ ইদ্রিস জামিল, মুফতি রশীদ আহমাদ রায়পুরী সাহেব, রুহানি কবি মাও: বিল্লাল হোসেন,মাও: ফয়সাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন আহবায়ক বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাঘারপাড়া উপজেলা মাও: কামরুজ্জামান ।