শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার দুপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ও তালা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, জালালপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মফিজুল ইসলাম লিটু, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, কল্যাণ ব্যানার্জি, সরুলিয়া মন্দির কমিটির পুলুক কুমার পাল, খেরষা মন্দির কমিটির’ প্রভাষক সন্দিপ দাশ, তপন কুমার ঘোষ, তেতুলিয়ার শংকর কুমার দাশসহ তালা উপজেলা ১২ ইউনিয়নের মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
মতবিনিময় শেষে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ও তালা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ৫ আগস্ট ও পরবর্তী সময়ে হামলা এবং লুটপাটের শিকার ক্ষতিগ্রস্ত কুমিরা ইউনিয়নের গৌতম ঘোষ, মধু ঘোষ ও ইসলামকাটি ইউনিয়নের নারায়ন চন্দ্র মজুমদারের বাড়ি পরিদর্শন করে তাদের পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি আগামীতে কোনো হিন্দু ধর্মালম্বীদের উপর কোনো আঘাত আসলে সামনে থেকে তা প্রতিহত করা হবে বলে জানান।