Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রামগিরি মহারাজের ফাঁসির দাবিতে মণিরামপুরে প্রতিবাদ সমাবেশ

এখন সময়: সোমবার, ১৪ অক্টোবর , ২০২৪, ০৯:৫৬:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মণিরামপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার আগে মণিরামপুর পৌর শহরে মিছিল শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা রশীদ আহমদ বিন ওয়াক্কাস। তিনি ভারতের রামগিরি এবং নিশিত রানে ফাঁসির দাবি করে বলেন, অনতিবিলম্বে এই মহারাজের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বাংলাদেশের তৌহিদী জনতা বসে থাকবে না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতি হুসাইন আহম্মেদ, সহ সভাপতি কামরুজ্জামান কাশেমী, বাকোশপোল মাদরাসার মুহতামীম মাওলানা মফিজুল ইসলাম, যুব নেতা আশরাফ ইয়াসিন, হাসান আল মামুন থানা সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, ছাত্র নেতা এসএম মারুফ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)