নিজস্ব প্রতিবেদক: ত্রুটিপূর্ণ অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে থিয়েটার বন্ধের মাধ্যমে সব ধরনের অস্ত্রোপচার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এই ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর যশোর শহরের দেশ ক্লিনিকে অনন্যা রহমান বৃষ্টি নামে এক প্রসূতি সন্তান প্রসব করেন। কিছু সময় পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সংকটাপন্ন অবস্থায় পরের দিন সকালে বৃষ্টিকে স্বজনরা খুলনা গাজী মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, অস্ত্রোপচারকালে তার প্রশাবের নাড়িতে রক্ত জমে যায়। জমাট বাধা রক্তের কারণে তার প্রশাব বন্ধ হয়ে দুই কিডনি বিকল হয়ে গেছে। এরপর ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে আইসিইউ ইউনিটে জায়গা না হওয়ায় তাকে ধানমন্ডির ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের আইসিইউতে নিয়ে ভর্তি করা হয়। সোমবার ওই গৃহবধূ মারা যান। বিষয়টি জানাজানি হলে গতকাল সিভিল সার্জন অভিযুক্ত দেশ ক্লিনিকে অভিযান চালিয়ে সব ধরণের অপারেশন বন্ধ করে দেন।
যশোরের সিভির সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ত্রুটিপূর্ণ অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে এবং ছাত্র সমন্বয়ক, রোগীর আত্মীয় স্বজন ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে তাৎক্ষণিক দেশ ক্লিনিকে অভিযান চালানো হয়েছে। এসময় দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। একই সাথে যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক দিলরুবা ফেরদৌস ডায়ানাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটি রিপোর্ট দেবার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান পরিচালনাকালে যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রেহেনেওয়াজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।