Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুর প্রেসক্লাবের নেতৃত্বে মজনু-মোতাহার

এখন সময়: শনিবার, ৫ অক্টোবর , ২০২৪, ০৮:৫৫:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর   : মণিরামপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে এসএম মজনুর রহমান (সমকাল ও লোকসমাজ) সভাপতি এবং মোতাহার হোসেন (যুগান্তর ও সমাজের কথা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এসএম মজনুর রহমানের প্রাপ্ত ভোট ৩১, মোতাহার হোসেনের প্রাপ্ত ভোট ২৮। সহসভাপতি পদে ইলিয়াস হোসেন (বাংলাদেশ পোস্ট) ও জিএম ফারুক আলম (যায়যায় দিন ও প্রতিদিনের কথা) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অশোক কুমার বিশ্বাস (সকালের সময় ও প্রবর্তন) ২৮ ও আবু বক্কর সিদ্দিক (মানবজমিন) ২৫ ভোট, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে তাজাম্মূল হুসাইন (গ্রামের কাগজ) ২৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে উজ্জ্বল রায় (গ্রামের কাগজ) ২৯ ভোট, প্রচার সম্পাদক পদে আলিমুন হসেন (প্রতিদিনের কথা) ২৫ ভোট, নির্বাহী সদস্য পদে বোরহান উদ্দীন জাকির (ইত্তেফাক) ২৯ ভোট, উৎপল বিশ্বাস (স্পন্দন) ২৮ ভোট, আব্দুল মতিন (নয়াদিগন্ত ও স্পন্দন) ২৪ ভোট, আব্বাস উদ্দীন (ভোরের ডাক ও প্রবাহ) ২১ ভোট এবং হুসাইন নজরুল হক (আমার সময়) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান (সত্যপাঠ), সাংগঠনিক সম্পাদক পদে এসএম সিদ্দিক (সময়ের খবর) এবং দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (সোহান) (কালবেলা ও গ্রামের কাগজ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

এ নির্বাচনে ৪৯ জন ভোটারের মধ্যে ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কার্যনির্বাহী কমিটির ১৪ টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী  বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য এবারের নির্বাচনের মধ্য দিয়ে ৫ম বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন মোতাহার হোসেন। এছাড়া দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম মজনুর রহমান।

এ নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অ্যাড. মকবুল ইসলাম, দাতা সদস্য আসাদুজ্জামান মিন্টু এবং প্রভাষক ফজলুল হক।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)