নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে মহেশপুর প্রাথমিক শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র শিক্ষক ও জুনিয়র শিক্ষকদের মধ্যে প্রাথমিক শিক্ষক প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় ১-০ গোলে জুনিয়র শিক্ষকদের পরাজিত করে সিনিয়র শিক্ষকরা চ্যাম্পিয়ন হয়েছে।
সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, শিক্ষকদের নিয়ে প্রীতি খেলা। তবে সিনিয়র আর জুনিয়র শিক্ষকদের মধ্যে খেলাটি। সিনিয়র শিক্ষক রাম দুলাল মন্ডল জানান, এখন থেকে শিক্ষকদের মধ্যেই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।