Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে তিন কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

এখন সময়: শনিবার, ৫ অক্টোবর , ২০২৪, ১১:৩৪:৩৬ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের তিন কলেজে বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়েছে। কলেজ তিনটি হচ্ছে, সরকারি মহিলা কলেজ, শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ও হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ।

সরকারি মহিলা কলেজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি মহিলা কলেজে আলোচনাসভা, দোয়া ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

 অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কাজীপুর মসজিদের ইমাম মুফতি জসীম উদ্দীন। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীন, প্রফেসর নাজমুল হাসান ফারুক, শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসরাম, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক হুমায়ুন কবীর প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক টিপু সুলতান। আলোচনা  হামদ,নাথ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে ু অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উপলক্ষে আলোচনা, দোয়া ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ রেজাউর রহমান। ইসলাম শিক্ষার প্রভাষক সাইফ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক শাহ নেওয়াজ, প্রভাষক মকলেছুর রহমান, প্রভাষক আবু সাঈদ, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ। আলোজনা শেষে হামদ,নাথ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩৬ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

হামিদপুর আল হেরা কলেজ

হামিদপুর আল হেরা কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উপলক্ষে আলোচনা ,দোয়া ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, সহকারী অধ্যাপক  ফরিদা ইয়াসমিন, সহকারী অধ্যাপক আব্দুল হাকাম, সহকারী অধ্যাপক গোলাম রসুল প্রমুখ। হামদ, নাথ ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক আশরাফ আলী। শেষে অনুষ্ঠিত হয় দোয়া। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম  হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)