নিজস্ব প্রতিবেদক যশোরে অস্ত্র মামলায় বকচর হুশতলার চিহ্নিত সন্ত্রাসী শেখ অনিকুর জামান অনিককে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই বিপ্লব সরকার। অভিযুক্ত অনিক ওই এলাকার মৃত শেখ রেজাউল করীমের ছেলে।
মামলা অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ১৯ মার্চ সন্ধ্যার পর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের শংকরপুর ব্যাংক কলোনী পাড়ায় অভিযান চালায়। এ সময় শহরের টালিখোলা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আশরাফুল ইসলাম আশা ও অভয়নগরের গুয়োখোলার আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবিরকে আটক ও দেহ তল্লাশি করে ১শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক দু জনের স্বীকারোক্তিতে পুলিশ অনিকে আটক ও তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের কোতয়ালি থানায় দুইটি মামলা করে। অস্ত্র মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।