Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

উপশহরে প্রীতি ফুটবল ম্যাচে রুমি এন্টারপ্রাইজ জয়ী

এখন সময়: সোমবার, ১৪ অক্টোবর , ২০২৪, ০৮:২২:৫৬ পিএম

ক্রীড়া প্রতিবেদক : যশোর উপশহরে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে রুমি এন্টারপ্রাইজ জয়ী হয়েছে। টাইব্রেকারে ২-০ গোলের ব্যবধানে দলটি কেআর ডলফিনকে পরাজিত করে। শুক্রবার বিকেলে স্থানীয় ডি-বøক প্রাইমারি স্কুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলরা শুরুতে কেআর ডলফিনের কাজী রনি ১ গোল করে দলকে দলকে এগিয়ে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর রুমি এন্টারপ্রাইজের রাতুল গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। খেলার দ্বিতীয়ার্ধে কেআর ডলফিনের কাজী জামাল গোল করেন। তারপর রুমি এন্টারপ্রাইজের জুয়েল গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।
পরবর্তীতে নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। তখন রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত নেন। টাইব্রেকারে রুমি এন্টারপ্রাইজ ২-০ গোলের ব্যবধানে কেআর ডলফিনকে পরাজিত করে। বিজয়ী দলের অর্থ ও রাতুল ১টি করে গোল করেন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের রাতুল ও সেরা গোল রক্ষক জুয়েল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কেআর ডলফিনের কাজী রনি। খেলা পরিচালনা করেন রেফারি হালিম রেজা, জয়নাল আবেদীন ও মান্না দে লিটু।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন উপশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আজগার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার শাহানারা পারভীন মিনা, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাইদুর রহমান সোহেল, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মশিয়ার রহমান প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)