এম আলমগীর, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানার পিতা আনসার আলী সরদার (৭৩) শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি একপুত্র, ২কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার জোহরবাদ ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মোবারকপুরস্থ পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
জানাজা পরিচালনা করেন মোবারকপুর পিরতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশফিকুর রহমান। জানাজাপূর্ব স্মৃতিচারণ করেন মরহুম আনসার আলী সরদারের ছেলে উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, জেলা জামায়াতে ইসলামীর পশ্চিম শাখার সেক্রেটারী মাওলানা আরশাদুল আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খান, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক সরদার শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাবেক যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমরান হাসান সামাদ নিপুন, আশফাকুজ্জামান খাঁন রনি, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক হারুণ অর রশীদ, সাবেক সেক্রেটারী আশরাফুল আলম, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, সিনিয়র যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, জেলা ছাত্রদল নেতা বেনজির বিশ্বাস, রাজিব হোসেন, অ্যাড. মোস্তফা কামাল মিন্টু, অ্যাড. হাবিব কাইসার, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমীন সুজন, হুমায়ুন কবীর, হাবিবুর রহমান মন্টু, রাশিদুল মমিন সুজন, আরমান হোসেন কাকন, ঝিকরগাছা উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুজ্জামান খান সোহেল, সাবেক সভাপতি আয়ুব হোসেন পন্ডিত, সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, সাধারন সম্পাদক জামশেদ আলী, মাগুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস শুকুর গোলদার, বিএনপি নেতা মহসিন মাস্টার, আবু শাম, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মোনায়েম, হাশেম আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।