Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ‘আগস্ট বিপ্লবোত্তর জনগণের দায়’ শীর্ষক আলোচনা সভা

এখন সময়: শনিবার, ১২ অক্টোবর , ২০২৪, ০৯:২৬:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে ‘আগস্ট বিপ্লবোত্তর জনগণের দায়’ শীর্ষক একটি আলোচনা সভা হয়েছে। শনিবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে প্রাচ্যসংঘ যশোর এই আলোচনা সভার আয়োজন করে। এতে একক বক্তা ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক ও গবেষক বেনজিন খান।

প্রতি সপ্তাহের ধারাবাহিক এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রাচ্যসংঘ সুপ্রিম কাউন্সিলের মেম্বার  আখতার ইকবাল টিয়া। বক্তব্য রাখেন প্রাচ্য সাহিত্য সংঘের পরিচালক সেলিম রেজা, সাহিত্য সম্পাদক তরিকুল ইসলাম তারেক ও প্রাচ্যসংঘ যশোরের পরিচালনা কমিটির সভাপতি কাসেদুজ্জামান সেলিম।

একক বক্তা বেনজিন খান ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারকে বিপ্লবী সরকার আখ্যায়িত করে বলেন, দেশ ও রাষ্ট্র সংস্কার শেষে জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হবে।  ১৯৭১ যুদ্ধে পাকিস্তান পরাজিত হলেও বিজয় ভারতের পেটে চলে যায়। ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ অনুষ্ঠানে আমাদের কাউকে থাকতে দেয়নি ভারত।

তিনি বলেন, ৭১’র ৪ ডিসেম্বর থেকে যুদ্ধ করে ২০২৪ সালের ৫ আগস্ট বিজয় অর্জন করেছি। আগামীতে  নদী, বন্যা, পাট, ভারত এবং বাংলাদেশ নিয়ে আলোচনা করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)