নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের মানিকদিহি গ্রামের মসজিদের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে যবিপ্রবি’র অফিস সহকারী মাহমুদ পারভেজ সুমনকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার মাহমুদ পারভেজ সুমন বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনি।
আসামিরা হলো, মানিকদিহি গ্রামের শামিনুর ইসলাম ও তার ছেলে জাকারিয়া হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, মাহমুদ পারভেজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত আছে। তার গ্রামের মসজিদ কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে আসামির সাথে সুমনের বিরোধ চলে আসছিল। গত ৮ আগস্ট মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন সুমন। পথিমধ্যে আসামিরা সুমনকে উদ্দেশ্য করে গালিগালাজ ও এক পর্যায়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। সুমনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আসামিরা পালিয়ে যায়। গুরুতর সুমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।