নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল । মঙ্গলবার সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের দড়াটানা থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে আরএন রোড নতুন বাজারের সামনে গিয়ে শেষ হয়। বিকেলে যুবদল ও স্বেচ্ছাসেবক দল শহরের লালদীঘির পাড়ের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সহসভাপতি খান আলী রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, প্রচার সম্পাদক রাজিবুল হক তুর্য, সদর উপজেলা আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন ও সদস্য সচিব মাসুদ কায়সার।
জেলা যুবদলের মিছিলে উপস্থিত ছিলেন সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল।
জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে উপস্থিত ছিলেন সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি নির্মল কুমার বিট ও রেজানুল ইসলাম রিয়েল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, নগর কমিটির আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল ইসলাম সুজন প্রমুখ।