Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হত্যা-নির্যাতনের প্রতিবাদ : যশোরের সাংস্কৃতিককর্মী ও আইনজীবীদের মানববন্ধন

এখন সময়: শুক্রবার, ১৮ এপ্রিল , ২০২৫, ০৬:২২:৩৮ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার যশোরে সাংস্কৃতিককর্মী ও সাধারণ আইনজীবীরা আলাদা কর্মসূচি পালন করেছেন।

বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার দুপুরে শহরের মুজিব সড়কে প্রেসক্লাব যশোরের সামনের ব্যানার, তবলা, হারমোনিয়াম নিয়ে প্রতিবাদী সমাবেশ করেন সাংস্কৃতিক কর্মীরা।

বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী যশোর জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদী সমাবেশে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জেলা শিল্পকলা একাডেমির নেতৃবৃন্দ। সমাবেশে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে নির্বিচারে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ, হত্যা এবং রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় ‘শাস্তি চাই, শাস্তি চাই- হত্যাকারীদের বিচার চাই’ গান গেয়ে প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন উদীচী যশোর জেলা শাখার সহসভাপতি অ্যাড. আমিনুর রহমান হীরু,  সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপ্লব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু , জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলসহ আরও অনেকে।

এদিকে দেশে গণহত্যা ও প্রকাশ্যে গুলিবর্ষণ বন্ধ করাসহ সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ ছাত্র-জনতার ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদী সমাবেশ করেছেন যশোরের সাধারণ আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে শতাধিক আইনজীবী প্রতিবাদী ব্যানার নিয়ে জড়ো হন।

বক্তব্য দেন আইনজীবী রুহিন বালুজ, আবু মুরাদ, জুলফিকার আলী জুলু, আসাদুল লতা,  মোস্তফা কামাল মিন্টু প্রমুখ।

বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রাচ্য সংঘ। এসময় বক্তব্য রাখেন সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক গবেষক বেনজিন খান, সহসভাপতি কাসেদুজ্জামান সেলিম, সাংবাদিক নুর ইসলাম প্রমুখ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)