নিজস্ব প্রতিবেদক: বিদেশে পাঠানোর নামে সাড়ে ৫৩ লাখ টাকা নিয়ে জাল ভিসা দেয়ার অভিযোগে দুই জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার অভয়নগরের নাউলী গ্রামের মৃত আকরাম শেখের ছেলে ইসারত শেখ মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জাম দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, অভয়নগরের নাউলী গ্রামের মৃত খন্দকার মোদাচ্ছেরের ছেলে আবুল খন্দকার ও কুমিল্লার মুরাদনগর উপজেলার অভাব গ্রামের মোকসেদ খন্দকারের ছেলে রুবেল হোসেন ইমরান। রুবেল বর্তমানে ঢাকার রামপুরার বনশ্রী এলাকার মদিনা টাওয়ারের বাসিন্দা
মামলার অভিযোগে জানা গেছে, আসামি আবুল খন্দকারের মাধ্যমে অপর আসামি ইমরানের সাথে ইসারত শেখের পরিচয় হয়। আবুল খন্দকার তাকে জানায়-ইমরান দীর্ঘদিন ধরে কম্বোডিয়া ও আলবেনিয়া লোক পাঠায়। ৮ লাখ টাকা দিলে আলবেনিয়ায় ও ৪ লাখ ২০ হাজার টাকা দিলে কম্বোডিয়ায় লোক পাঠাতে পারবে ইমরান।
তার এই কথায় বিশ্বাস করে ইসারত শেখসহ মোট ২৩ জন বিদেশে যাওয়ার জন্য ২০২৩ সালের ১৫ অক্টোবর থেকে বিভিন্ন সময় ৫৩ লাখ ৫৮ হাজার টাকা দেন ইমরানকে। কথা ছিলো টাকা গ্রহণের ৩ মাসের মধ্যে তিনি সকলকে বিদেশে নিয়ে যাবেন। এরপর টাকা গ্রহণের পর ২৩ জনকে ভিসা দেন ইমরান। পরে ইসারত শেখসহ অন্যরা পরীক্ষা করে দেখেন যে তাদেরকে দেয়া ভিসা জাল।
এ কারণে গত ২৫ জুন ইমরানকে অভয়নগরের নওয়াপাড়ায় ডেকে এনে তার কাছে জাল ভিসার বিষয়টি তুলে ধরলে সত্যতা স্বীকার করে নেয়। তখন আসামি ইমরান ও আবুল খন্দকারের কাছে টাকা ফেরত চান ইসারত শেখসহ অন্যরা। কিন্তু তারা টাকা ফেরত দিতে না চাইলে মামলা করা হয়।