Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিল্পকলায় ঋতু ভিত্তিক গানের অনুষ্ঠানে মুগ্ধ দর্শক

এখন সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৬:৫৬:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : ‘সাইবার অপরাধ তৃণমূল মানুষের জন্য সংস্কৃতি ও ষড়ঋতু’ শীর্ষক আলোচনা সভা ও ঋতু ভিত্তিক গানের অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নিজস্ব মিলনায়তনে এই অনুষ্ঠানটি ছিল বেশ উপভোগ্য। আলোচনা সভায় যশোর জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি ফারজী আহমদ সাঈদ বুলবুল সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অ্যাডিশনাল এসপি জাহিদুল ইসলাম সোহাগ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু ও অনুষ্ঠান তত্বাবধায়ক অ্যাড. বাসুদেব বিশ্বস। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ঋতুভিত্তিক সংগীত পরিবেশন করে যশোরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা। এছাড়াও জেলার স্বনামধন্য বাচিক শিল্পীরা আবৃত্তি উপস্থাপন করে। তীব্র গরমের মাঝে অঝোর ধারার পরে শীতল আমেজে ঋতুভিত্তিক সংগীত অনুষ্ঠানটি উপভোগ করছে মিলনায়তনপূর্ণ দর্শক। প্রায় দেড় ঘণ্টার এই অনুষ্ঠানে অর্ধ শতাধিক শিল্পী অংশ নেয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)