স্পন্দন ডেস্ক : করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা দামুড়হুদায় ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৪ জুন) দুপুরে দামুড়হুদা উপজেলা কোভিড-১৯ সংক্রান্ত জরুরি সভায় ওই সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৪দিন পর্যন্ত ওই লকডাউন কঠোরভাবে কার্যকর থাকবে।
সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে গোটা দামুড়হুদা উপজেলায় বিশেষ লকডাউন দেওয়া হয়েছে। সকাল থেকে ওই এলাকায় লকডাউন প্রতিপালনে নিয়মিত তদারকি করবে প্রশাসন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা জেলায় ৫৭জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২হাজার ২৭৯ জন। মোট মৃত্যু ৭২।