নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলা পরিষদের প্রধান ফটক ও উপজেলা পরিষদের অভ্যন্তরীণ আরসিসি নতুন সড়ক সমূহের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। বুধবার দুপুরে ফিতা কেটে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী আজিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফিরোজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন মিঠু, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু প্রমুখ।