Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রামপালে পিকআপের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

এখন সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০৫:২০:৫৮ পিএম

 

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে পিকআপের ধাক্কায় শোভা খাতুন (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকালে রামপাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শোভা খাতুন উপজেলার শ্রীফলতলা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও শ্রীফলতলা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

রামপাল থানার ওসি (তদন্ত) বিধান বিশ্বাস এতথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে মায়ের সাথে প্রাইভেট পড়ার জন্য হেঁটে হেঁটে রামপালের দিকে যাচ্ছিল। তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছুলে পিছন দিক থেকে আসা একটি পিকআপ শোভাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর পিকআপটি ফেলে চালক পালিয়ে যায়। পিকআপটি জব্দ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)