যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

দ্বিতীয় দিনেও কোনো মনোনয়নপত্র বিক্রি হয়নি

এখন সময়: শনিবার, ১৫ জুন , ২০২৪, ০৪:১৩:৫৮ এম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে দ্বিতীয় দিনেও মনোনয়নপত্র বিক্রি হয়নি। মনোনয়নপত্র বিক্রি চলবে ২৫ মে পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। তিনি আরও বলেন, কয়েকদিন সময় আছে, একারণে হয়তো ২/১ দিনের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র কিনবেন। একটি সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক প্রদপ্রার্থী এ জেড এম সালেক আজ বুধবার মনোনয়নপত্র কিনবেন। একই সাথে প্যানেল করে অন্যান্য পদে মনোনয়নপত্র কেনার কথা শোনা যাচ্ছে। অপরদিকে, সাধারণ সম্পাদক প্রদপ্রার্থী ইয়াকুব করিরের নেতৃত্বাধীন প্যানেল শেষ দিনে মনোনয়নপত্র কিনবেন বলে একাধিক সূত্রে জানা যায়।  ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন আগামী ১২ জুন। ২৬ পদে হবে চার বছর মেয়াদী এ নির্বাচন। মনোনয়নপত্র দাখিল ২৮ মে ( সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত), বাছাই ৩০ মে, প্রার্থীতা প্রত্যাহার ৬ জুন এবং প্যানেল বরাদ্ধ ৭ জুন। ভোট গ্রহণ সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। খসড়া ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ২৫৯ জন। পদের মধ্যে সহসভাপতি ৪ জন, সাধারণ সম্পাদক, অতিরিক্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ নির্বাহী সদস্য ১৩ জন, নির্বাহী সদস্য ২ জন-উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত) এবং নির্বাহী সদস্য ২ জন-মহিলা (সংরক্ষিত)।