নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী চাঁচড়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মতবিনিময়সভা করেছেন। সোমবার বিকেলে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, আপনাদের প্রতিটি ভোট যেন সুন্দর সমাজ বিনির্মাণে সহায়ক হয়। এটাই আমার একমাত্র দাবি।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর গফুর বিশ্বাসের সভাপতিতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, সাবেক মন্ত্রী খালেদুর রহমান টিটোর ছেলে অ্যাডভোকেট খালিদ হাসান জিউস ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুর হোসেন বাবু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিলা আফরোজ মিমি, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, শহর যুবলীগের আহ্বায়ক মাহামুদুল হাসান মিলু, জেলা ছাত্রলীগের সাবেক নেতা নিয়াজ মাহমুদ শাহীন, আশরাফুল হাসান রিমন, সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান মানিক, ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক।
এর আগে এদিন সকালে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী সদর উপজেলা সাব-রেজিস্ট্রি দলিল লেখকদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুব মহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিলা আফরোজ মিমি, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, শহর যুবলীগের আহ্বায়ক মাহামুদুল হাসান মিলু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আরাফাত রহমান বাছিত, দলিল লেখক সমিতির নেতা আব্দুর রশিদ, চুন্নু হোসেন প্রমুখ।