Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফন্টুর মতবিনিময়

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি , ২০২৫, ০১:৫১:৫৬ পিএম

 

নিজস্ব প্রতিবেদক : ২৯ মে যশোর সদর উপজেলা নির্বাচনের মোটরসাইকেল মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী এবং তরুণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন। একই দিন আরএন রোড ব্যবসায়ী, পৌরপার্ক, দেয়াড়া ইউনিয়নে গণংযোগ ও মতবিনিময় সভা করেছে। রোববার শহরের কাঁঠালতলা এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা ডাক্তার ইউসুফ আলী, দেয়াড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, কাশেমপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মন্টু, নওয়াপড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপশহর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আইনুল হক, রামনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা গোলাম মোস্তোফা। এদিকে, আরএন রোড ব্যবসায়ীদের সাথে গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, সদস্য আলী হোসেন, শেখ পিয়ারু, সিরাজুল ইসলাম, যশোর মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, যুগ্ম সম্পাদক এমদাদুল হক পল্টু, প্রমুখ। এদিকে কালেক্টরেট মার্কেটে লিফলেট বিতরণ করেছেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সহসভাপতি আজিজুল আলম মিন্টু, শেখ আলাউদ্দিন, সেলিম সিকদার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, নেতা রনি, রেজাউল, লিটন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)