পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে বাচ্চু-মোর্ত্তজা

এখন সময়: সোমবার, ১০ জুন , ২০২৪, ০৮:১৬:৩০ এম

 নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মামুনুর রশিদ বাচ্চু সভাপতি এবং মোত্তর্জা হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মামুনুর রশিদ বাচ্চু ২৯৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহেদ হোসেন জনি ২০৯৫ ভোট ও সেলিম রেজা মিঠু ১৬১৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোর্ত্তজা হোসেন ৪৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল ওয়াদুদ ১৮০৯ ভোট ও ইমান আলী ২৪০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এ ইউনিয়নে বিজয়ী নেতৃবৃন্দ হলেন, সহসভাপতি রবিউল ইসলাম লবিন (৩২৫২ ভোট), আবু হাসান (২৯৩৪), রতন অধিকারী (২৪৬১), যুগ্ম-সম্পাদক পদে রবিউল ইসলাম মিন্টু গাজী (২৮০৫), সহ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ফুলু (২৮৬৫), কামরুল ইসলাম (২০৯২), সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান(২৮২৫), প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু (১৬৭৩), কোষাধ্যক্ষ কামাল হোসেন (২০১৫), নির্বাহী সদস্য রবিউল ইসলাম (১৮৬৯), মোহাম্মদ আলী (১৪৮৪), তরিকুল ইসলাম (১৩৫৩), আব্দুর রউফ (১৩৩৫), শহিদুজ্জামান (১২৫৯), জাহাঙ্গীর হোসেন(১১৭৭) ভোট পেয়ে জয়লাভ করেন। শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।