নরেন্দ্রপুর ও বসুন্দিয়ায় দোয়াত-কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

এখন সময়: বৃহস্পতিবার, ৬ জুন , ২০২৪, ০৩:২৩:১৩ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে পথসভা করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। বৃহস্পতিবার (১৬ মে) বিকালে ইউনিয়নে রূপদিয়া বাজারে তিনি পথসভা করেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল বলেন, সাধারণ মানুষের পক্ষে কাজ করার জন্য আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। বিজয়ী হলে উপজেলা পরিষদ হবে উপজেলাবাসী সেবাদানকারী প্রতিষ্ঠান। উপজেলা পরিষদকে কেউ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করতে পারবে না। সাধারণ মানুষের শতভাগ সেবা নিশ্চিত হবে।

নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও ইউপি সদস্য ফশিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম, ইউপি সদস্য সুধন্য চন্দ্র দাস, মকবুল হোসেন, আব্দুল মালেক, মনিরুজ্জামান সাকির, হযরত আলী, আওয়ামী লীগ নেতা সুজীত বিশ্বাস, ফারুক হোসেন, সাধন রায়, আব্দুল গণি, বাবর আলী, হোসেন আলী, আনোয়ারুল ইসলাম, আলমগীর মোড়ল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক জাহিদ হোসেন, যুবলীগ নেতা নজরুল খান ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরণ।

এরপর আনোয়ার হোসেন বিপুল বসুন্দিয়া ইউনিয়নে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।