বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ারের

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ মে , ২০২৪, ০২:৪৯:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক : প্রতীক বরাদ্দ পাওয়ার পর যশোর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার শহরের বকুলতলায় বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পাশাপাশি সাবেক সংসদ রওশন আলী, আলী রেজা রাজু ও খালেদুর রহমান টিটোর কবর জিয়ারত করেন। এদিন তিনি পাঁচবাড়িয়া, কনেজপুর, বদ্দীনাথ তলা ও দড়াটানায় ঘোড়া প্রতীকের বিজয়ের লক্ষ্যে গণসংযোগ করেছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আকরাম হোসেন, জেলা শ্রমিক লীগের সাধার সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবলীগের সহ সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সৈয়দ মুনির হোসেন টগর, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বদরুজ্জামান পলাশ, পৌরসভার সাবেক কাউন্সিলর সন্তোস দত্ত, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আফজাল হোসেন, জহুরুল ইসলাম, ফজরুল কবির বুলবুল, শহর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আশিক মাহমুদ খোকন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর আজিজুল ইসলাম, জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক চাঁন মিয়া প্রমুখ।