এক গ্রাম থেকেই ৩ জন বিজয়ী হয়ে চমক

এখন সময়: শুক্রবার, ২৪ মে , ২০২৪, ০৯:১৪:১৩ এম

জামির হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এক গ্রাম থেকেই ৩ জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন। বিজয়ীরা হলেন চেয়ারম্যান পদে কালীগঞ্জ পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের আড়পাড়া গ্রামের দরগা পাড়ার বাসিন্দা শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যন (পুরুষ) পদে একই গ্রামের নদীপাড়ার বাসিন্দা শফিকুজ্জামান রাসেল ও  ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে একই গ্রামের ষ্টেডিয়াম পাড়ার বাসিন্দা শাহানাজ পারভীন। রাজনৈতিক পরিচয়ে এরা ৩ জনই আওয়ামী ঘরানার বলে জানা গেছে।

জানা যায়, প্রথম ধাপে গত বুধবার কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী অংশ নেন। এদের মধ্যে কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের আড়পাড়া গ্রাম থেকেই ৩ জন প্রার্থী পৃথক পৃথক ৩ টি পদে ভোট যুদ্ধে নামেন। সর্বশেষ ভোটের ফলাফলে ওই তিন জনই বিজয়ী হয়ে চমক সৃষ্টি করেন। তাদের বিজয়ে নিজ গ্রামের মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে চলেছে। ফুল ও মিষ্টি বিতরণসহ রং খেলায় মেতে উঠে সব বয়সী গ্রামবাসীরা। ওই গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলাম জানান, এক পরিষদে তাদের গ্রামের ৩ জন জনপ্রতিনিধি হওয়াতে খুব খুশি। তাদের অভাবনীয় বিজয় নিয়ে এখন গ্রামবাসীদের মধ্যে বাড়তি উৎসব ও নানা আয়োজন চলছে।

বিজয়ীদের রাজনৈতিক পরিচয় ও ভোটের ব্যবধানের চিত্রে দেখা গেছে, চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে বর্তমান শিবলী নোমানী আনারস প্রতীকে ৪২ হাজার ৬৭৫ ভোট পায়। তিনি বর্তমান কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন। তার নিকটতম প্রার্থী মতিয়ার রহমান মতি মোটরসাইকেল প্রতীকে পান মাত্র ৫ হাজার ৫৭২ ভোট। উল্লেখ্য, বিজয়ী শিবলী নোমানীর বিপরীতে বাকী কোনো প্রার্থীরই জামানত বাঁচেনি।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে শফিকুজ্জামান রাসেল উড়োজাহাজ প্রতীকে পান ২৯ হাজার ১৪৩ ভোট। তিনি কালীগঞ্জ পৌর যুবলীগের আহব্বায়ক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান মিঠু পান ১৫ হাজার ৯৩২ ভোট।

অপর ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে শাহানাজ পারভীন হাঁস প্রতীকে পান ৩৫ হাজার ৬৩৯ ভোট। তিনি বর্তমান কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী ঘরানার বলে জানা গেছে।

একই গ্রাম থেকে ৩ জন জনপ্রতিনিধি হওয়ায় অনুভূতি জানিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানী বলেন, এটি মহান সৃষ্টিকর্তার দান। উপজেলার সকল ভোটারদের ভালবাসায় আমরা এক গ্রামের ৩ জন জনপ্রতিনিধি হতে পেরেছি। তাদের ভালবাসা আমরা কোনদিন ভুলব না। অবশ্যই আমরা সকল গ্রামের মানুষের সম্মান রাখব।